19 February, 2025
BY- Aajtak Bangla
বাংলার ফলের মধ্যে অন্যতম সেরা হল আম। যা একটি অর্থকরী ফল।
সাধারণত ফেব্রুয়ারির শেষ মার্চ মাসের প্রথম দিকে আম গাছে মুকুল আসা শুরু করে।
তবে শুরুতে গাছ ভরে যায় মুকুলে কিন্তু সেই মুকুল বাঁচিয়ে রাখা অনেকটাই কঠিন। কারণ মুকুলে অনেক পরিমাণে ফুল থাকে। অনেক সময় অসময়ে বৃষ্টি বা ঝড়ের জন্য আমের মুকুল ঝড়ে পরে যায়।
আমের মুকুলের মধ্যে হাজার হাজার ফুল থাকে। পুরুষ এবং স্ত্রী ফুল থাকে। এই মুকুল থেকেই আমের গুটি আসা শুরু করে।
হপার পোকার আক্রমণে মুকুল ঝড়ে পরার একটি অন্যতম কারণ। এর পাশাপাশি প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি, ঝড়, বন্যা, শিলা বৃষ্টির জন্য মুকুল ঝড়ে পরে।
মাটিতে রসের অভাব হলেও আমের মুকুল ঝড়ে পরে যায়।
কীভাবে বাঁচাবেন? প্রথমত আমবাগান পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছামুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে।
মরা ডালপালা ছেঁটে ফেলতে হবে। শীতের পর গরম শুরু হয়। এই সময়টাতে আম গাছের প্রচুর জলের প্রয়োজন পরে।
তাই গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জল পায় তা লক্ষ্য রাখতে হবে।