BY- Aajtak Bangla

গরমে কাঁচা আম খেলে এসব উপকার হয়, জানা জরুরি

26  APRIL, 2025

গরমে আম খেলে মন-পেট দুটোই যেন ঠান্ডা হয়। আলাদা তৃপ্তি পাওয়া যায়।

আম

আম অনেকেরই প্রিয় ফল। বিশেষ করে, কাঁচা আম খেতে অনেকেই ভালবাসেন।

কাঁচা আম

কাঁচা আম কামড়ে খেলে শরীরে কী প্রভাব পড়ে, জানা দরকার...

কী প্রভাব

পুষ্টিবিদদের মতে, কাঁচা আম আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

উপকারী

কাঁচা আমের শাঁসে রয়েছে লুপেয়োল নামে এক উপাদান, যা লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায়।

লিভার

কাঁচা আমে রয়েছে ভিটামিন বি, ফাইবার, যা কোলেস্টেরল কমায়। ফলে হার্ট ভাল থাকে।

হার্ট

নিয়মিত কাঁচা আম খেলে পেট ভাল থাকে। কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

অ্যাসিডিটি

দাঁতের ক্ষয় কমিয়ে দাঁতের গোড়া মজবুত করে কাঁচা আম।

দাঁত

কাঁচা আমে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, যা ত্বক ও চুলের স্বাস্থ্য ভাল রাখে।

চুল-ত্বক