7 JUNE, 2024

BY- Aajtak Bangla

পাক আম দিয়ে বানিয়ে ফেলুন নাড়ু, স্বাদ ভোলার নয়, রইল রেসিপি

নারকেলের নাড়ু আমরা কম বেশি সকলেই খেয়েছি। তবে কখনও কি আমের নাড়ু খেয়েছেন?

উত্তর যদি না হয়, তাহলে জেনে নিন রেসিপি।

উপকরণ: ১ টি পাকা আম, ১ টেবিল চামচ ঘি, ১ কাপ শুকনো নারকেলের গুঁড়ো, আধ কাপ কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়ো।

প্রথমে আমের খোসা ছাড়িয়ে ক্বাথ বার করে নিন। এ বার মিক্সিতে দিয়ে আমের ক্বাথ ঘন মিশ্রণ বানিয়ে নিন।

এবার একটি ননস্টিকের কড়াইয়ে ঘি গরম করে নারকেল গুঁড়ো দিয়ে ভাজতে থাকুন। 

মিনিট দুয়েক ভেজে নিন এ বার নারকেলের সঙ্গে আমের ক্বাথ আর কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন ভাল করে।

বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পাক করে নিতে হবে। পাক ধরলে একটু এলাচ গুঁড়ো মিশিয়ে নিন।

এ বার মিশ্রণটি গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।

ঠান্ডা হলে হাতে ঘি মাখিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল নাড়ুর আকারে গড়ে নিন।

এ বার একটি পাত্রে শুকনো নারকেল ছড়িয়ে নাড়ুগুলির গায়ে ভাল করে মাখিয়ে নিন।