BY- Aajtak Bangla

জলে ফুটিয়ে নিন আম পাতা, যৌবন উপচে পড়বে

19 July 2024

 আমাদের ত্বক যাতে চকচক করে, তা সকলেই চাই। এজন্য আমরা নানা ধরনের ক্রিম, পাউডার ব্যবহার করি।

অনেকে ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য নিয়ম করে পার্লারে যান। তবে সবই খরচ সাপেক্ষ।

ঘরোয়া উপায়ে সহজেই রূপচর্চা করতে পারবেন। শুধু লাগবে আম পাতা।  

আম পাতা খুবই উপকারী। পুজো-পার্বণে আম পাতা কাজে লাগে। 

আবার এই আম পাতা আমাদের ত্বকের জন্য খুবই ভাল।

বিশেষজ্ঞদের মতে, আম পাতায় রয়েছে ভিটামিন, যা আমাদের ত্বককে ভাল রাখে।

আম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের সমস্যা দূর করে। 

কয়েকটি আম পাতা নিয়ে জলে ফুটিয়ে নিন। তারপরে এওই জল ছেঁকে স্নান করে নিন।  

এতে ব্রণ, চুলকানির সমস্যা সেরে যায়। ওই জল ফ্রিজে রেখে টোনার হিসাবেও ব্যবহার করতে পারেন।    ।