BY- Aajtak Bangla

রোজ মুখে ঘষুন আমের আঁটি, বুড়ো বয়সেও বাড়বে যৌবনের খেলা

8  May  2024

 আম খেতে আমরা অনেকই খুব ভালবাসি। আমের অনেক উপকারিতা রয়েছে। রসালো এই ফল আমাদের শরীরের জন্য দারুণ কার্যকরী।

আমরা আম খেয়ে আঁটি ফেলে দিই। কিন্তু জানেন তো, আমের এই আঁটিই আমাদের চেহারা বদলে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আমের আঁটির অনেক গুণ। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই। যা আমাদের ত্বকের জন্য ভাল। 

কাঁচা আমের আঁটি মুখে ঘষলেই ত্বকের জেল্লা বাড়বে। দূর হবে দাগছোপ। কীভাবে মাখতে হবে? জেনে নিন... . .

আমের আঁটি ভাল করে পেস্ট করে নিতে হবে প্রথমে। 

তারপরে ওই পেস্ট মুখে লাগান। দেখবেন, ত্বক উজ্জ্বল হবে।

শুধু তাই নয়, শরীরে যেখানে কালো দাগছোপ রয়েছে, সেখানে এই পেস্ট লাগালে দাগ দূর হবে।

আমের আঁটির পেস্ট মুখে লাগালে চামড়া থাকবে টানটান।