19 May 2025
BY- Aajtak Bangla
ভগবানের কাছে ভক্ত যান নিজের আবেদন-নিবেদন জানাতে। সব সময় তা যে পূরণ হয় এমনটা নয়।
হিন্দু ধর্মে মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্র দিয়েই দেবতাকে সন্তষ্ট করতে হয়।
যদি মন্ত্র ঠিকমতো পাঠ করা যায় তাহলে ভালো ফল পাওয়া যায়। অশুভ প্রভাব থেকে মুক্তি মেলে। জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য আসে। ২ চা চামচ ঘি, স্বাদ অনুযায়ী নুন।
মন্দিরে যাওয়ার সময় বা দেবতাকে দেখলে বেশ কতগুলো মন্ত্র পড়তে হয়। তাহলেই দেবতা প্রসন্ন হন। ১টা শুকনো লঙ্কা, সর্ষের তেল।
যদি শিব মন্দিরে যান তাহলে প্রথমে অবশ্যই "ওঁ নমঃ শিবায়" জপ করুন।
গণেশের মূর্তি দেখলে বা পুজো করলে প্রথমেই মনে মনে পড়ুন 'ওম গণ গণপতায়ে নমঃ' এই মন্ত্র।
কালীর মন্দিরে বলতে হবে 'ওঁ ক্লীং কালিকায়ৈ নমঃ' এই মন্ত্র। পুজোর শুরুতেও তা পাঠ করতে পারেন।
'ওঁ নমঃ নারায়ণায়' হল নারায়ণের মন্ত্র। কৃষ্ণ বা গোপাল ঠাকুরের সামনেও এই মন্ত্র পাঠ করতে পারেন।
শনি দেবের প্রণাম মন্ত্র হল: ওঁ নীলাঞ্জনচয়প্রখ্যং রবিসূতং মহাগ্রহম্। ছায়ায়া গর্ভসম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম্॥