30 JULY, 2024

BY- Aajtak Bangla

গীতা পড়ে লক্ষ্যভেদ, ১০ ছবিতে চিনুন অলিম্পিকে পদকজয়ী মনুকে

১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের মনু ভাকের ও সরবজ্যোৎ সিং। (ছবি: https://www.instagram.com/bhakermanu/)

রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। (ছবি: https://www.instagram.com/bhakermanu/)

একই অলিম্পিক্সে দু’টি পদক জয়ের কীর্তি গড়লেন তিনি। (ছবি: https://www.instagram.com/bhakermanu/)

এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দু’টি পদক জয়ের নজির ছিল। (ছবি: https://www.instagram.com/bhakermanu/)

কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা। সেই কাজটাই করে দেখালেন মনু। (ছবি: https://www.instagram.com/bhakermanu/)

মনু ভাকের হরিয়ানার ঝাজ্জারের বাসিন্দা। তাঁর জন্ম ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি। (ছবি: https://www.instagram.com/bhakermanu/)

শ্যুটিংয়ে আসার আগে মনু বক্সিং, টেনিস এবং স্কেটিং-এর মতো খেলাধুলায় গভীর আগ্রহ দেখিয়েছিলেন। (ছবি: https://www.instagram.com/bhakermanu/)

২০১৭ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক ঘটেছিল। অলিম্পিক্সে প্রথম পদক জেতার পরেই মনু জানিয়েছিলেন যে তিনি গীত পড়ে অনুপ্রেরণা পান। তিনি দীর্ঘ সময় ধরে গীতা পড়েছেন।  (ছবি: https://www.instagram.com/bhakermanu/)