BY- Aajtak Bangla

খুশকি ভ্যানিশ হবে রাতারাতি, শুধু লাগান গাঁদা ফুল, ঘন কালো চুল, পদ্ধতি রইল

16 January 2025

শীতে খুশকির সমস্যায় নাজেহাল হন অনেকেই। নানা শ্যাম্পু মাখলেও খুশকি যায় না। 

খুশকি হলে চুল ঝরে যায়। ফলে চুল নিয়ে নানা সমস্যায় পড়তে হয়।

বিশেষজ্ঞদের মতে, গাঁদা ফুল আমাদের চুলের জন্য খুব উপকারী। গাঁদা ফুল লাগালে চুল ভাল থাকে। কীভাবে...

নারকেল তেলে গাঁদা ফুলের পাপড়ি মিশিয়ে ফুটিয়ে নিতে হবে।

তারপরে ওই মিশ্রণ ভাল করে চুল ও মাথার তালুতে লাগান। তারপরে ধুয়ে ফেলুন। চুলের বৃদ্ধি হবে। . .

নারকেল তেল ও গাঁদা ফুলের রস মিশিয়ে চুলে লাগালে নরম হবে। চুলের গোড়া মজবুত হবে। . .

 ২ কাপ গরম জলে গাঁদা ফুলের পাপড়ি ফুটিয়ে নিতে হবে। তাতে নিম তেল ও ট্রি অয়েল মিশিয়ে চুলে লাগান। অতে খুশকি দূর হবে।   . .

গাঁদা ফুলের নির্যাসের সঙ্গে অলিভ তেল মিশিয়ে লাগালে পাকা চুল কালো হবে।

কলা, মেথির সঙ্গে গাঁদা ফুলের পাপড়ি পিষে তাতে বাদাম তেল মিশিয়ে মাথায় লাগালে চুলের জেল্লা বাড়বে।