BY- Aajtak Bangla

শুধু লাগবে এই পুজোর ফুল, বুড়ো বয়সেও চামড়া চিকচিক করবে 

12 June  2024

বয়স হলে চামড়া কুঁচকে যায়। জেল্লা চলে যায়। তার ছাপ পড়ে চেহারায়।

তবে এই ফুল যদি ব্যবহার করেন, তাহলে বুড়ো বয়সেও চামড়া টানটান হবে। এই ফুল দামেও সস্তা আর সহজলভ্য। ভাবছেন কোন ফুলের কথা বলছি!

গাঁদা ফুল। পুজোয় এই ফুল লাগেই। তবে জানেন তো, শুধু পুজো নয়, গাঁদা ফুল আমাদের শরীরের জন্যও খুব উপকারী।

চিকিৎসকদের মতে, গাঁদা ফুলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা বিভিন্ন রোগকে নির্মূল করতে সাহায্য করে।

চুল পড়া, খুশকি, মাথার ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে গাঁদা ফুল। . .

দাদ, চুলকানি, খোসপাঁচড়ার সমস্যা থেকে রেহাই পেতেও উপকারী গাঁদা ফুল। কীভাবে ব্যবহার করবেন? . .

গাঁদা ফুল পিষে দাদ, চুলকানির জায়গায় লাগালে সমস্যা সেরে য়াবে।   . .

 আবার, গাঁদা পাতার রস চুল পড়া, মাথার ত্বকের সমস্যা দূর করে।