18 May 2025
BY- Aajtak Bangla
ঘরে আমরা যেসব ফুল গাছ লাগাই, তার মধ্যে অন্যতম হল গাঁদা ফুল।
রোজকার পুজোয় গাঁদা ফুল লাগেই। তাই এই ফুলের চাহিদা বরাবরই তুঙ্গে থাকে।
তবে জানেন কি, বাস্তু মতে, ঘরে গাঁদা ফুলের গাছ রাখলে কী ঘটে...
জ্যোতিষ মতে, গাঁদা ফুলের গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয়।
গাঁদা ফুল নারায়ণের অত্যন্ত প্রিয়। তাই এই ফুল গাছ ঘরে রাখা শুভ।
ঘরে গাঁদা ফুলের গাছ রাখলে তুষ্ট হন মা লক্ষ্মী। ফলে পরিবারে সুখ-ধন বাড়ে।
ঘরে গাঁদা ফুলের গাছ রাখলে প্রেমের সম্পর্ক মজবুত হয়।
বাড়ির উত্তর বা পূর্ব দিকে গাঁদা ফুলের গাছ লাগালে সমৃদ্ধি বাড়ে।