27 DRCEMBER, 2024

BY- Aajtak Bangla

গাছের ম্যাজিক খাবার! মাসে ১ বার দিলে গাছ ভরবে গাদা গাদা গাঁদায়

শীতে গাছের টবভরে গাঁদা ফুল এলে বাড়ির সৌন্দর্য বেড়ে যায়। কিন্তু কষ্ট করে চাষ করেও গাছে ফুল না এলে বেজায় মন  খারাপ হয়।

যারা বাগান করেন, তাদের অনেকেরই অভিযোগ গাছে কুঁড়িই আসছে না, কিংবা কুঁড়ি এসেও ঝরে যাচ্ছে। গাঁদাগাছের সব সমস্যারই মুশকিল আসান হাজির৷

গাঁদাগাছে একদম বেশি সার দেবেন না৷ অতিরিক্ত সার দিলে গাছের পাতাই শুধু বাড়বে৷ ফুল বড় হবে না, ফুল বেশিও আসবে না৷ 

টবে গাঁদা গাছ থাকলে কমপোস্ট ব্যবহার করুন৷ গার্ডেনিং সয়েল, কমপোস্ট ও সাদা বালি সঠিক অনুপাতে মিশিয়ে মাটিতে দিয়ে গাঁদা গাছ রোপণ করবেন।

গাঁদা গাছে বেশি জল দেবেন না৷ এতে গোড়ায় জল জমে যাবে৷ তাহলে গাছ পচে যাবে৷ ফুলও হবে না৷ হাল্কা থেকে মাঝারি শীতে একদিন অন্তর জল দিন৷

বেশি ঠান্ডায় ২-৩ দিন ছেড়ে জল দিন। গাঁদাগাছের জন্য চড়া রোদ লাগবে৷ দিনে ৫-৬ ঘণ্টা রোদে রাখুন।

নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস সম অনুপাতে আছে, এমন কোনও রাসায়নিক সার দিতে পারেন৷ এছাড়া, সর্ষের খোল দিতে পারেন৷ কলার খোসা দিয়েও কমপোস্ট তৈরি করতে পারেন৷ সার ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। 

প্রতি মাসে এক বার সার দিন৷ ১৫ থেকে ২০ দিন অন্তর নিমতেলের সঙ্গে সাবানের গুঁড়ো মিশিয়ে কীটনাশক হিসেবে দিন৷ এতে গাঁদাগাছে বা ফুলে বেশি পোকমাকড় হবে না৷ 

চেষ্টা করবেন জৈব কীটনাশক দিতে৷ রাসায়নিক কীটনাশক না দেওয়াই ভাল৷ এভাবে পরিচর্যা করলে গাঁদা গাছে গাদা গাদা ফুল আসা কে আটকায়!