11 DEC, 2024
BY- Aajtak Bangla
মাত্র ৫০০ টাকা খরচ করে বিয়ে করা যায়। জানতেন? লাখ লাখ টাকা খরচ করার প্রয়োজন নেই সেজন্য।
এই বিয়ে করা যায় পশ্চিমবঙ্গেই। কোনও ঝঞ্ঝাট ছাড়া চারহাত এক হয়ে যায় একটা মাত্র নোটে।
২০২৩ সালে এই বিয়ে চালু করে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকেই অনলাইনে বিয়ের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যেত।
২০২৩ সাল থেকে সাব রেজিস্ট্রি অফিসেও এবার থেকে বিয়ের রেজিস্ট্রেশন পরিষেবা চালু করা হয়েছিল।
এই অফিসে বিয়ের খরচ মাত্র ৫০০ টাকা। সেই ৫০০ টাকা কোথায় কোথায় খরচ হয়?
সেই ৫০০ টাকার মধ্যে ১০০ টাকা লাগে নোটিশ বাবদ ও বাকি ৪০০ টাকা রেজিস্ট্রেশনের জন্য।
এবার যদি ম্যারেজ অফিসারকে পাত্র বা পাত্রীর বাড়ি যেতে হয় তাহলে অতিরিক্ত ৪০০ টাকা খরচ করতে হয়।
দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের এই বিয়ের খরচ অর্ধেক।
তবে যদি কেউ অন্য মাধ্যমে এই বিয়ে করতে চায় তাহলে সেক্ষেত্রে খরচ হবে আরও অনেক বেশি টাকা।