7th February, 2025

BY- Aajtak Bangla

গরমেও বিয়ে করলে মেলে এই ৫ সুখ, মাথায় রাখুন

বিয়ের দিনটায় আনন্দ উপভোগে যাতে খামতি না থাকে সেজন্য অনেক আগে থেকেই পরিকল্পনাও করেন সকলে।

গ্রীষ্মকালে বিয়ে হলে চুটিয়ে আনন্দ উপভোগে গরম এক বড় বাধা। তাই অনেকেই এই সময়টায় বিয়ে করতে রাজি হন না।

তবে এই ৫ বিষয় মনে রেখে বিয়ে করলে গরমেও আনন্দ উপভোগ করা যায়।

প্রথমত এসি বিয়েবাড়ি হলেই ভাল। আর কেউ যদি খোলা জায়গায় বিয়ের আয়োজন করতে চান তাহলে মাথায় রাখতে হবে সেই জায়গায় যেন যথেষ্ট ছাওয়ার বন্দোবস্ত থাকে। মিস্ট ফ্যান বিভিন্ন জায়গায় লাগালে ভাল।

দ্বিতীয়ত মনে রাখতে হবে ভারী পোশাক একদম নয়। সিল্ক বা ভেলভেটের তো নয়ই। বরং এক্ষেত্রে বরের জন্য সুতি, লিনেন সঠিক কাপড় হবে। রং হতে হবে হালকা।

কনের ক্ষেত্রে হালকা শাড়ি ও সঙ্গে অপেক্ষাকৃত কম সাজ খুব ভাল হবে। অতিথিরাও হালকা রঙের পোশাক পরলে ভাল হয়।

গরমে বিয়ে করা মানে খাবারের মেনুতে রকমারি নরম পানীয়, জুস, মকটেল এইসব যেন থাকে। গুরুপাকের বদলে হালকা ধরনের খাবার করাই শ্রেয়।

চতুর্থত, কখন বিয়ের লগ্ন তা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে খুব ভোরের দিকে বা রাতের দিকে লগ্ন হওয়া ভাল। তখন গরম অপেক্ষাকৃত কম থাকে।

পঞ্চমত, অতিথিদের গরম থেকে রেহাই দেওয়ার সবরকম ব্যবস্থা থাকা জরুরি। এজন্য পুরো ভেন্যু জুড়ে পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে।