11 January, 2024
BY- Aajtak Bangla
সাম্প্রতিক সময়ে অল্পবয়সেই বহু তরুণ-তরুণীর টাক ও চুল পেকে যায়।
যেকারণে অবসাদে ভোগেন তাঁরা। অনেকের বিয়ে ভেঙে যায়। এই সমস্যা দূর করা যেতে পারে কালোজিরের তেলে।
এছাড়াও এই তেলের রয়েছে বহু ঔষধি গুণ।
কালিজিরে তেলে আছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট। গবেষণা বলছে, রক্তচাপ ও রক্তের চর্বি নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে এই তেল
কম বয়সে চুল পাকা ঠেকাতে সমপরিমাণ কালিজিরার তেল, ক্যাস্টর অয়েল ও নারকেল তেল নিন।
তিন রকমের তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মাথার ত্বক ও চুলে লাগান। অন্তত আধ ঘণ্টা রাখুন। সারা রাত রেখে দিলেও ক্ষতি নেই।
সপ্তাহে দু–তিনবার করে একটানা অন্তত দুই থেকে তিন মাস ব্যবহার করুন। সারা বছর ব্যবহার করলেও ক্ষতি নেই।
ত্বকের দাগছোপ কমাতে কালিজিরার তেল ও কাঠবাদামের তেল সমপরিমাণে নিন। এই দুটি তেল একসঙ্গে ভালোভাবে মেশালে ক্রিমের মতো হয়ে যাবে। এই ক্রিম তিন বেলা ব্যবহার করতে পারেন।
ব্রণ দূর করতে সমপরিমাণ কালিজিরার তেল ও মধু নিন। হাত দিয়ে মিশিয়ে ব্রণের জায়গায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।