03 JULY, 2023
BY- Aajtak Bangla
হবু পার্টনারের চরিত্র কেমন? বিয়ের আগে ৫ উপায়ে জেনে নিন
বিয়ে কম বেশি সবাই করেন। কিন্তু সেই জীবন সঙ্গীকে চিনে নেওয়া অত্যন্ত জরুরি।
পার্টনারের আচরণ সম্পর্কে জেনে নিলে, বিয়ের পর অনেক সমস্যা এড়ানো যায়।
কিন্তু আপনি তা বুঝবেন কী করে ? ঠিক এমনি কিছু উপায় বলব এখানে।
আপনার প্রতি তাঁর আচরণ দেখুন, কারণ একে ওপরের প্রতি সম্মান থাকা খুব জরুরী।
অপরিচিতের সঙ্গে তাঁর ব্যাবহার লক্ষ করুন, বুঝতে পারবেন তাঁর সামাজিক ব্যাবহার।
তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্ট দেখুন, এমন প্রচুর জিনিস যা হয়তো আপনি ওখান থেকে জানতে পারবেন।
একে অপরের সঙ্গে কিছু সময় কাটানো খুন জরুরী। এতে বোঝাপড়াটা বেশ ভালো হয়।
জীবন সঙ্গীর পছন্দ অপছন্দ গুলো লক্ষ করুন জানার চেষ্টা করুন।
এই উপায় গুলো মেনে চললে বৈবাহিক সুখে ভরে উঠবে।
Related Stories
১ কেজি মাটন ম্যারিনেটের জন্য কতটা দই লাগবে? বাবুর্চির টিপস
পাঁচফোড়নে কোন কোন মশলা আছে? অভিজ্ঞ রাঁধুনিরাও জানেন না
মাটন হাড় থেকে ঝরে পড়বে, সেদ্ধ করুন এভাবে
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা