03 June, 2025
BY- Aajtak Bangla
অনেকেই কালো ঘন চুল চান, কিন্তু নানা কারণে চুল সাদা হতেই থাকে।
হাজার চেষ্টা করেও ওষুধ খেয়েও, তেল লাগিয়েও কাজ হয় না। কিন্তু সঠিক উপায় জানলে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এমমকা গজাতে পারে নতুন কালো চুল।
তবে তার জন্য তেল লাগবে। তবে চুলে নয়, বা মাথায় নয়, মাখতে হবে পেটের নাভিতে।
নাভিতে ৪ তেল নিয়ম করে মালিশ করলে টাক বলে কিছু থাকবে না। মাথা ভরবে ঘন কালো চুলে।
ঘন কালো লম্বা চুল পেতে দিনকয়েক এই তেল লাগান, কয়েকদিনেই দেখবেন অকল্পনীয় ফল।
নারকেল তেল, যা চুলকে নরম করে, পুষ্টি জোগায়। এই তেল দারুণ কাজে দেয়।
রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা এই তেল নাভিতে ঢেলে মাসাজ করে ঘুমিয়ে পড়ুন। তারপর ম্যাজক দেখুন
নাভিতে সর্ষের তেলও লাগাতে পারেন। সর্ষের তেলও চুলের জন্য খুব উপকারী। তবে সর্ষের তেল খাঁটি হতে হবে।
এছাড়া নাভিতে তেল দিলে চামড়াও টান টান হয়। ফলে বয়ল কম লাগে।