10 July, 2024
BY- Aajtak Bangla
অঙ্ক কষতে বললে অনেকের গায়ে জ্বর চলে আসে। প্রায় বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে।
কিন্তু বেশ কয়েকটা ট্রিকস মানলে অঙ্কও হয়ে যাবে সহজ। বাচ্চারা অঙ্ক কষতে ভয় পাবে না। পরীক্ষাতেও আনবে ফুল মার্কস। সেজন্য মা-বাবাদের করতে মানতে হবে কয়েকটা নিয়ম।
প্রথমত, কখনও অঙ্ক নিয়ে নেতিবাচক কথা কখবও বলবেন না সন্তানের সামনে। এতে সে বেশি ভয় পেয়ে যাবে। বরং আর পাঁচটা বিষয়ের মতো অঙ্কও যে একটা বিষয় সেটা তাকে বোঝান।
প্রাথমিক ধাপে খেলাচ্ছলে অঙ্ক শেখান। খাতায় কলমে না করে ঘুরতে গিয়ে বা যখন আপনার সন্তান খেলা করছে তখন উদাহরণ দিয়ে দিয়ে গুণ, ভাগ, যোগ, বিয়োগ শেখান।
অঙ্ক নিয়মিত করছে কি না সেটা খেয়াল রাখুন। আসলে অঙ্ক জমতে জমতে একটা সময় চাপ বেড়ে যায় বাচ্চাদের। তখন তারা অঙ্ক থেকে পালাতে শুরু করে।
যদি কখনও আপনার বাচ্চা অঙ্ক করতে না চায়, তাহলে তাকে তখনই জোর করে বসাবেন না। সময় দিন। কোনওভাবে সে যেন এটা ভেবে না নেয় যে, অঙ্ক কঠিন। তাই এত জোর দেওয়া হচ্ছে তার উপর।
অন্য কেউ অঙ্ক ভালো করলে তার সঙ্গে আপনার সন্তানের তুলনা করবেন না। তুলনা করলে সে হীনমন্যতায় ভুগবে।
তবে সন্তানকে নিয়মিত অঙ্ক কষান। এটাকে অভ্যাসে পরিণত করার চেষ্টা করুন। তাহলে অঙ্ক শেখানো খুব সহজ হয়ে যাবে।