29 OCTOBER 2025
BY- Aajtak Bangla
সারা বছর ফ্রিজ ব্যবহার করছেন, এদিকে এর বাংলা অর্থ কোনওদিন জেনে ওঠা হয়নি?
আমাদের আশেপাশে এমন কিছু শব্দ আছে যা ইংরেজিতেই প্রচলিত। এর বাংলা অর্থ কারওরই জানা নেই।
লাগাতার ঘূর্ণাবর্তের কারণে এখনও হাঁসফাঁস করা গরম পড়েনি। তবে দাবদাহ শুরু হতে আর বেশি দেরি নেই।
তবে তীব্র গরম পড়ুক বা না পড়ুক, ফ্রিজ তো সকলেরই লাগে। কেউ ফ্রিজে দই রাখবেন, কেউ বরফ জমাবেন, কেউ আইসক্রিম বানাবেন, কেউ কাস্টার্ড।
গরমে ফ্রিজের চাহিদা সবথেকে বেড়ে যায়। ফলমূল, দুধ, সবজি রাখতে যে ফ্রিজ ব্যবহার করছেন, তার বাংলা অর্থ কোনওদিন জেনেছেন?
যারা জানেন না, তারা জেনে নিন ফ্রিজের বাংলা অর্থ কী? এত সহজ উত্তর যে জানলে অবাক হবেন।
ফ্রিজের বাংলা অর্থ হল ঠান্ডা যন্ত্র।
বাংলা অর্থটি জেনে রাখুন। জ্ঞানের ক্ষেত্রে অনেকের থেকে এগিয়ে থাকবেন।