BY- Aajtak Bangla
21 September 2024
রান্নাঘরে অন্যতম প্রয়োজনীয় সামগ্রী হল বঁটি। যে কোনও সবজি, মাছ কাটার জন্য বঁটি লাগেই।
অনেক সময়ই বাড়ির বঁটিতে ধার কমে যায়। যার ফলে কাটাকুটি করতে গিয়ে সমস্যা হয়।
বঁটি ধারালো করার জন্য আর দোকানে যেতে হবে না। ঘরে সহজেই করতে পারবেন ধারালো। জেনে নিন উপায়...
ঘরে বঁটিতে অনেক সময় জং ধরে যায়। ধারালো করতে লাগবে ওষুধের খালি প্যাকেট।
প্রথমে বঁটিতে গরম জল ঢেলে দিন। তাতে মেশান লেবুর রস। . .
লেবুর রস এবং গরম জল দিলে বঁটির জং আস্তে আস্তে উঠে যাবে। . .
লেবুর খোসা ধীরে ধীরে বঁটির গায়ে ঘষে নিতে হবে।
এরপরে বঁটিতে বালি ছড়িয়ে দিতে হবে। তারপরে ওষুধের খালি প্যাকেট দিয়ে ভাল করে ঘষতে হবে। এতে ধারালো হবে বঁটি।