14 May 2024
BY- Aajtak Bangla
ওষুধ অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ওষুধ খেলেই রোগ সারে, এটা ঠিক। তবে বাস্তুশাস্ত্রমতে, ওষুধ রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে।
যদি বাড়ির সেই নির্দিষ্ট জায়গাতে ওষুধ রাখেন তবেই দ্রুত সারবে রোগ। না হলে হিতে বিপরীত হতে পারে।
বাস্তুশাস্ত্র মতে, কোন জিনিস কোথায় রাখবেন তার জন্য বাড়ির নির্দিষ্ট জায়গা বরাদ্দ রয়েছে। সেই মোতাবেক জিনিস রাখলে তবেই কাজ হবে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, উত্তর ও পশ্চিমে ওষুধ কখনও রাখা উচিত নয়। মনে করা হয়, যদি এই দিকে উত্তর পশ্চিমে ওষুধ রাখেন তাহলে তার প্রভাব কমে যায়।
রান্নাঘরেও ভুলেও ওষুধ রাখা উচিত নয়। এতে বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে।
বাস্তুমতে, বালিশের নিচে বা টেবিলে ওষুধ রাখা অশুভ। এতে রোগ সারতে দেরি হতে পারে। ওষুধের প্রভাব হয়তো সেভাবে শরীরে পড়বে না।
দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ দিকে ওষুধ রাখবেন না। রাখলে শরীরে বেশি করে রোগ বাসা বাঁধতে থাকে।
বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব দিক ওষুধ রাখার সব থেকে আদর্শ। এই দিকে ওষুধ রাখলে অসুখ তাড়াতাড়ি সারবে এবং পরিবারে রোগ-বালাই কম দেখা দেবে।