BY- Aajtak Bangla

এই ট্রিকসে মেহেন্দির রং গাঢ় হবে, ইদের আগে মেহেন্দি আর্টিস্টের টিপস

26 MARCH 2025

মেহেন্দি মেয়েদের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিয়ে,উৎসব বা কোনও অনুষ্ঠানে মেহেন্দি পরা একটা চল বা ফ্যাশন। 

মেহেন্দি

ইদের সাজসজ্জার একটি গুরুত্বপূর্ণ অংশ হল মেহেন্দি। তবে মেহেন্দির রং গাঢ় না হলে, পুরো খাটনিই জলে যাবে। মেয়েরা এই ব্যাপারে খুবই সচেতন থাকে। 

ইদের সাজসজ্জা

জানুন কীভাবে এই ইদে গাঢ় করবেন মেহেন্দির রং। রইল মেহেন্দি আর্টিস্টের কিছু টিপস। 

মেহেন্দির রং

মেহেন্দি শুকিয়ে এলে, লেবু-চিনির মিশ্রণ তুলো দিয়ে হালকা করে হাতে লাগালে, রং গাঢ় আসে। 

মেহেন্দির টিপস 

কড়াইতে লবঙ্গ গরম করে হাত সেঁকে নিলে বা লবঙ্গের তেল ব্যবহার করলে মেহেন্দি গাঢ় হয়।

লবঙ্গ

ক্রিম বা লোশন ব্যবহার না করে বাম ব্যবহার করুন, মেহেন্দি দারুণ গাঢ় হবে। 

ক্রিম বা লোশন

মেহেন্দি লাগিয়ে কখনও জল লাগাবেন না হাতে, তাতে মেহেন্দির রং হালকা হয়ে যায়।

জল

মেহেন্দি পরার আগে অবশ্যই হাত ভাল করে ধুয়ে শুকিয়ে নেবেন। যেদিন মেহেন্দি পরবেন চেষ্টা করুন সেদিন হাতে সাবান না লাগানোর। 

হাতে সাবান

মেহেন্দি লাগানোর পর শুকিয়ে গেলে প্লাস্টিক দিয়ে হাত ঢেকে রাখুন।

হাত ঢেকে রাখুন

মেহেন্দি করার পর কখনোও ওয়াক্সিং করবেন না। এছাড়া মেহেন্দি লাগালে, হাতে সূর্যের আলো না লাগানোই ভাল।

ওয়াক্সিং