12 September 2024

BY- Aajtak Bangla

ছেলেদেরও স্তন ক্যান্সার হতে পারে, লক্ষণগুলি জানেন কি

শুধু মহিলাদের নয়, স্তন ক্যান্সারের সমস্যায় ভুগতে পারেন পুরুষরাও। 

মহিলাদের তুলনায় পুরুষরা এই ক্যান্সারে কম আক্রান্ত হন। 

তবে প্রথমে স্তন ক্যান্সার ধরা না পড়লে মারাত্মক রূপ নিতে পারে। 

পুরুষদের স্তন ক্যান্সার হয়েছে কিনা, তার কিছু উপসর্গ বা লক্ষণ জানা জরুরি। 

পুরুষদের স্তন ক্যান্সারের লক্ষণগুলি কী কী? জেনে নিন...

পুরুষদের স্তনের আশপাশে ব্যথা এবং ফোলা ভাব থাকলে চিকিৎসকের কাছে যান। এটি একটি স্তন ক্যান্সারের লক্ষণ। 

স্তনে ঘা কিংবা লালচে ভাব থাকলে স্তন ক্যান্সার হতে পারে। 

স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ বেরোলে দ্রুত চিকিৎসককে দেখান। এটিও স্তন ক্যান্সারের লক্ষণ।