BY- Aajtak Bangla

ছেলেরা কানে দুল পরলে এসব উপকার হয়, জেনে রাখুন

7 May 2025

অনেক পুরুষই আজকাল কান ফোঁটান। বাঁ বা ডান কানে দুল পরেন।

কান ফোঁটান

অনেকেই স্টাইলের জন্য এক কানে হীরের দুল পরেন।

হীরের দুল

তবে জানেন কি, জ্যোতিষ মতে পুরুষদের কানে দুল পরা শুভ। এতে নানা উপকার হয়।

শুভ

জ্যোতিষ মতে, ছেলেরা কানে হীরের দুল পরলে সুখ-সমৃদ্ধি বাড়ে। .

সুখ-সমৃদ্ধি

যাঁদের শুক্র গ্রহের অবস্থান ভাল নয় এবং শুক্র দুর্বল হয়, তাঁরা কানে দুল পরলে উপকার পাবেন।

শুক্র

বৈদিক শাস্ত্র মতে, ছেলেরা ডান কানে দুল পরলে আত্মবিশ্বাস বাড়ে।

ডান কান

ছেলেরা কানে দুল পরলে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

ইতিবাচক শক্তি

কানে দুল পরলে ব্যক্তিত্ব বাড়ে পুরুষদের।

ব্যক্তিত্ব

পুরুষরা কানে দুল পরলে রাহু-কেতুর খারাপ প্রভাব কেটে যায়।

রাহু-কেতু