BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
18 May, 2025
নারী-পুরুষের সামাজিক সংজ্ঞা বদলে গিয়েছে। কিন্তু এখনও এমন কিছু বিষয় আছে, যেগুলি করলে পুরুষদের প্রতি মহিলারা বেশি করে আকৃষ্ট হন।
নিয়মিত ব্যায়াম করুন। ভুঁড়িহীন ছিপছিপে চেহারায় কিন্তু মহিলারা ফ্ল্যাট হয়ে যান।
মহিলারা দাড়ি থাকা পুরুষদের পছন্দ করেন। তবে দাড়ি রাখলে তা সুন্দর করে ট্রিম করতে ভুলবেন না।
পুরুষরা রান্না করতে পারলে মহিলারা সেটি খুব পছন্দ করেন। তাই টুকটাক রান্নার অভ্যাস করুন।
শিল্প, সাহিত্যের বিষয়ে শৌখিন পুরুষদের প্রতি মহিলারা বেশ আকৃষ্ট হন। তাছাড়া বাঙালি পুরুষরা তো এমনিতেই টুকটাক কবিতা লেখেন। সেটা কাজে লাগান।
সঙ্গীনীকে সময় দিন। আপনার ব্যস্ততার ফাঁকেও টুকটাক মেসেজ, ফোন করতে ভুলবেন না।
পোশাক সবসময়ে ফিটফাট পরুন। খুব দামি পোশাক পরতে হবে না। তবে তা যেন পরিচ্ছন্ন ও সুন্দর ফিট হয়।
সবচেয়ে বড় গুণটি হল সততা। আপনি যেমন, সেই আসল ব্যক্তিত্বই তুলে ধরুন। এতেই আপনার জন্য উপযুক্ত সঙ্গীনীকে খুঁজে পাবেন।