22 September, 2024
BY- Aajtak Bangla
পুরুষদের স্পার্ম ও মহিলাদের ডিম্বাণুর মিলনে নতুন জীবের জন্ম হয়।
স্পার্ম যদি শক্তিশালী না হলে ফার্টিলাইজেশন হবে না।
বদ অভ্যাস ও নানা কারণে স্পার্ম কাউন্ট কমে যায়। সেক্ষেত্রে বাবা হওয়ার সুখ থেকে অনেকে বঞ্চিত হন।
ছেলেদের এক মিলিমিটার সিমেনে ২০ কোটি স্পার্ম থাকে। যা হেলথি।
কিন্তু Azoospermia-নামক রোগের কারণে পুরুষদের শরীরে স্পার্ম তৈরি হয় না। স্পার্ম তৈরি হলেও তা বাইরে আসে না।
যদি কারও azoospermia থাকে তাহলে তার শরীর থেকে ভালো হরমোন নিঃসৃত হয় না। সে বাবাও হতে পারে না।
এটা এক ধরনের অসুখ। নানা কারণে এই অসুখ শরীরে বাসা বাঁধতে পারে।
ছোটোবেলায় গোপনাঙ্গে চোট লাগার কারণে এই অসুখ হতে পারে।
তবে ডাক্তার দেখালে এই অসুখ সারানো যায়। অপারেশন করেও এই অসুখ থেকে মুক্তি মেলে।