12 June, 2024
BY- Aajtak Bangla
ছেলেরা না মেয়েরা, কারা বেশি বুদ্ধিমান হয়, এই দ্বন্দ্ব চিরকালের। মেয়েরা দাবি করে থাকে তারা বেশি বুদ্ধিমান। আবার ছেলেরাও একই দাবি করে থাকে।
সাংসারিক ক্ষেত্রে তো মেয়েরা আকছার বলে থাকে, তাদের জন্যই সংসার টিকে রয়েছে। আবার ছেলেরাও পাল্টা দেয়।
কিন্তু আসলে কারা বেশি বুদ্ধিমান হয়, ছেলেরা না মেয়েরা? কাদের ব্রেন বেশি ক্ষুরধার হয়? আসুন জানি।
নিউজিল্যান্ডের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে নিউরোলজিস্টদের একটি দল এটা নিয়ে গবেষণা করেছিল। তার যে ফলাফল সামনে আসে তা বেশ চমকে দেওয়ার মতো।
গবেষণায় দেখা যায়, ছেলেদের মস্তিষ্ক মেয়েদের তুলনায় আকারে অনেক বড়। তাই ব্রেনে সেলের সংখ্যাও বেশি।
তবে ছেলেদের ব্রেনের সেলের সংখ্যা বেশি হলেও তারা মেয়েরা মস্তিষ্ককে অনেক ভালো ব্যবহার করতে পারে।
মেয়েরা অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। সময় উপযোগী কাজ করার ক্ষেত্রে তারা সিদ্ধহস্ত।
গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের যে অংশে আবেগ ও স্মৃতির মধ্যে সংযোগ থাকে, সেই অংশটি ছেলেদের অনেক বড়। সেখানে কোষের সংখ্যাও বেশি।
অথচ ছেলেরা তার ব্যবহার বেশি করতে পারে না। মেয়েদের ক্ষেত্রে ওই অংশটির ক্ষমতা অনেক বেশি থাকে।