BY- Aajtak Bangla
8 FEB 2025
সমাজে নানা ধরনের পুরুষ রয়েছেন। প্রত্যেকের আলাদা ব্যক্তিত্ব, স্বভাব-চরিত্র হয়।
বহু পুরুষই চরিত্রহীন হন, যাঁদের সঙ্গে মেলামেশা করে বিপদে পড়েন মহিলারা।
পণ্ডিত চাণক্যের মতে, চরিত্রহীন পুরুষ চেনার কিছু লক্ষণ রয়েছে, যা জানা দরকার মহিলাদের।
চাণক্যের মতে, যেসব পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার উপর নজর দেন, তাঁরা চরিত্রহীন।
যেসব পুরুষ একাধিক নারীসঙ্গ পছন্দ করেন, তাঁরা চরিত্রহীন হন।
যে পুরুষদের আকাঙ্খা বেশি হয় এবং যাঁরা শুধু শারীরিক সম্পর্ক তৈরি করতে চান, তাঁরা স্বভাবে চরিত্রহীন হন। ।
যেসব পুরুষরা মহিলাদের অসম্মান করেন, তাঁরা ভাল চরিত্রের হন না।
যেসব পুরুষরা স্ত্রীদের দায়িত্বপালনে ব্যর্থ হন, তাঁদের চরিত্র ভাল হয় না।