BY- Aajtak Bangla
28 June 2024
দাম্পত্য জীবন তখনই মধুর হবে, যখন স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসা বজায় থাকবে।
স্বামী-স্ত্রীর সম্পর্ক কোন খাতে বইবে, তা নির্ভর করে দু'জনের উপরই।
কথায় রয়েছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তাই স্ত্রীর যদি এমন কিছু গুণ থাকে, তা হলে স্বামীর জীবনে আসবে সুখ।
এমনটাই বলেছেন বিখ্যাত দার্শনিক তথা কূটনীতিবিদ চাণক্য।
চাণক্য বলেছেন যে, যেসব মহিলা নম্র, ভদ্র এবং মিষ্টিভাষী হন। তাঁদের সকলেই পছন্দ করেন।
চাণক্যের মতে যেসব মহিলা শান্ত এবং ভদ্র হয়ে কথা বলেন, তাঁদের স্বামী সৌভাগ্যবান হন।
চাণক্যের মতে, যেসব পুরুষের স্ত্রী টাকা জমাতে পারেন, তাঁরা ভাগ্যবান হন।
চাণক্যের মতে, যেসব মহিলারা ধার্মিক হন, তাঁদের পরিবারে দু:খ-কষ্ট থাকে না।