13  AUGUST,  2024

BY- Aajtak Bangla

এই আঙুলে আংটি পরলেই সর্বনাশ, গরীব করে ছাড়ে 

সোনা, রুপো, তামা বা লোহার আংটি আমরা কমবেশি সবাই পরি। তবে কোন ধাতু কোন আঙুলে পরা উচিত তা অবশ্যই জানা দরকার। 

অনেকে আংটি পরলেও মনের মতো ফল পান না। তার কারণ, ভুল আঙুলে আংটি পরা।

প্রতিটি ধাতুর নিজস্ব কিছু আঙুল আছে। সেগুলোতেই পরা উচিত। ভুল আঙুলে পরলে ক্ষতি হবে। 

টবে কীভাবে ক্যাপসিকাম ফলাবেন তার সহজ টিপস শেয়ার করা হল।

সোনার আংটি পরা উচিত অনামিকা ও তর্জনি আঙুলে। ভুলেও মধ্যমায় সোনার আংটি পরবেন না। 

মধ্যমাতে পরার জন্য উপযুক্ত ধাতু হল লোহা। এই আঙুলে ভুলেও সোনা পরবেন না। তাহলে ধারদেনা হবে। 

অনামিকা আঙুলে তামার আংটি পরা শুভ। অনামিকা সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তামা সূর্যেক ধাতু। তাই অনামিকায় তামার আংটি পরা উচিত।

রুপো বা চাঁদির আংটি পরার সবথেকে উপযুক্ত আঙুল হল কনিষ্ঠা। এই আঙুলে রুপো পরলে সুখ আসে। 

কনিষ্ঠাতে রুপো পরলে স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভালো হয়। ভালোবাসা বাড়ে। 

প্ল্যাটিনামের আংটি ধারণ করতে পারেন বুড়ো আঙুলে। তাহলে কাজের সব বাধা দূর হয়ে যাবে।