21 July, 2024
BY- Aajtak Bangla
মধ্যবিত্ত পরিবারের কেউ কোনওদিন কোটিপতি হতে পারে না। ধনী হতে পারে নাষ বিলাসবহুল জীবন যাপন করতে পারে না। এমনটা প্রায় শোনা যায়।
যদি সমীক্ষা করা যায় তাহলে সত্যিই দেখা যাবে যে ছেলে বা মেয়েটি মধ্যবিত্ত হয়ে জন্মগ্রহণ করেছে বেশিরভাগ ক্ষেত্রে সে মধ্যবিত্ত হয়েই জীবন কাটাচ্ছে।
টাকা পয়সার মুখ যে সে খুব একটা দেখতে পাচ্ছে এমনটা নয়। কিন্তু কেন এমনটা হয়?
এর চারটে মূল কারণ রয়েছে। তার মধ্যে চতুর্থ কারণ হল মধ্যবিত্তরা কোনওদিন আগে থেকে সতর্ক থাকে না। টাকা জমায় না।
এর ফলে এমার্জেন্সির সময় তাদের লোকের কাছে হাত পাততে হয়। তাতে ধার দেনা হয়ে যায়।
তৃতীয় কারণ হল, আয়ের থেকে খরচ বেশি। মধ্যবিত্তরা যা আয় করে তার থেকে খরচ বেশি করে ফেলে।
মধ্যবিত্তরা শো অফ বেশি করে থাকে। লোককে দেখানোর জন্য খরচ বেশি করার ফলে খরচ বেশি হয়ে যায়।
আর একটি কারণ হল, মধ্যবিত্তরা অনুকরণ করতে ভালোবাসে। অন্য কেউ দামি কিছু পরলে বা কিনলে সেও কিনতে চায়।