31 May, 2023

BY- Aajtak Bangla

দুধের এই ৫ স্বপ্নই বলে দেবে ভবিষ্যৎ, আপনিও দেখেন?

ধর্মীয় পণ্ডিতদের মতে, স্বপ্নশাস্ত্রে সব স্বপ্নের রহস্য বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে।

এরকম একটি হল দুধের স্বপ্ন। এই প্রতিবেদনে সেই নিয়েই আলোচনা করা হচ্ছে। 

যদি স্বপ্নে ফুটন্ত দুধ দেখেন তবে এটি সুখী ভবিষ্যতের ইঙ্গিত দেয়। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এর অর্থ হল যে আপনি শীঘ্রই আপনার কর্মজীবনে উন্নতির খবর পেতে পারেন।

যদি স্বপ্নে কাটা দুধ দেখেন তাহলে তার অর্থ হল শীঘ্রই জীবনে কোনও সংকট বা  সমস্যা আসতে চলেছে। 

হাত থেকে দুধের পাত্র পড়ে যেতে দেখেন তাহলে সেটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। 

অনেক সময় আমরা স্বপ্নে নিজেদেরকে দুধে চিনি মেশাতে দেখি। স্বপ্নশাস্ত্রে এমন স্বপ্ন দেখাকে সুখী ভবিষ্যতের লক্ষণ বলে মনে করা হয়। 

যদি স্বপ্নে নিজেকে দুধ পান করতে দেখেন তাহলে তার  অর্থ হল আপনার উন্নতির  পথ এখন প্রশস্ত।