BY- Aajtak Bangla

আদা দিয়ে দুধ চা এভাবে বানালেই সবচেয়ে টেস্টি হয়, ঝুমা বউদির টিপস

20 JULY, 2024

চা ভারতীয়দের অন্যতম একটি জনপ্রিয় খাবার। 

এই চায়েরও অনেক প্রকার রয়েছে। দুধ চা, লিকার চা আরও অনেক প্রকার। 

আদা চা অন্যতম একটি প্রকার। এই চা শুধু স্বাদেই ভালো নয়, স্বাস্থ্যর জন্যও উপকারী। 

আদা চা আপনাকে কাশি এবং সর্দির মতো রোগ থেকে বাঁচাতে পারে। 

জানলে অবাক হবেন অনেকেই আদা চা বানানোর সঠিক পদ্ধতি জানা নেই। 

জেনে নিন সঠিক পদ্ধতিতে কীভাবে বানাবেন আদা চা। 

উপকরণ: - দুধ। - জল। - চা পাতা। - আদা কুচি। - চিনি। 

প্রথমেই একটি পাত্রে জল গরম করে সেই জলে আদা কুচি দিয়ে দিতে হবে। একটু ফুটতে দিতে হবে। 

তারপর চা পাতা দিয়ে দিতে হবে। তারপর দুধ ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার চা ফুটিয়ে নিতে হবে। 

ব্যস, তৈরি আপনার সুস্বাদু আদা চা।