BY- Aajtak Bangla
5 July 2025
চা খেতে সকলেই পছন্দ করেন। দিনের শুরু চা না দিয়ে করলে চলে না।
রোজ সকালে তাই অনেকেই খালি পেটে চায়ের কাপে চুমুক দেন।
আর তা যদি দুধ চা হয়, তা হলে মনটা ফুরফুরে হয়ে যায়।
তবে খালি পেটে রোজ দুধ চা খেলে কী হয়...
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে দুধ চা খেলেই বিপদ।
ক্রনিক গ্যাসট্রাইটিসের সমস্যাও তৈরি হতে পারে।
খালি পেটে দুধ চা খেলে গ্যাস-অ্যাসিডিটির প্রকোপ বাড়তে পারে।