27 August, 2024

BY- Aajtak Bangla

ভবিষ্যতে আপনি বড়লোক হবেন? বলে দেবে আপনার এই ৯ অভ্যাসই

বড়লোকদের থাকে ৯ লক্ষণ। স্টিভ সিবোড বলেছেন, এটা দেখেই বোঝা যায় তিনি বড়লোক হবেন কিনা।

রোজগারের তুলনায় সঞ্চয়ের বেশি- অর্থবান হয়ে ওঠার জন্য সঞ্চয়ের প্রয়োজন। আয় বেশি হলে বড়লোক হবেন। 

বিনিয়োগ- অর্থ সঞ্চয় নয়, বিনিয়োগ করলেই আপনি বড়লোক হতে পারেন। শেয়ার, মিউচুয়াল ফান্ড ছাড়া অন্য জায়গায় বিনিয়োগ। 

নিজের রোজগারে অসন্তুষ্ট- যিনি সবসময় বেশি রোজগার করতে চান। উচ্চাকাঙ্ক্ষা থাকা ব্যক্তিই ধনী হন। 

সাধ্যের বাইরে গিয়ে কেনাকাটা- সাধ্যের বাইরে যাঁরা কেনাকাটা করেন, তাঁরা ধনী হতে পারেন না।  

অন্যের স্বপ্নপূরণ- অন্যদের দায়দায়িত্ব নিলে কখনও কেউ বড়লোক হয় না। অন্য স্বপ্ন ছেড়ে নিজের স্বপ্ন নিয়ে ভাবেন বড়লোকরা। 

চেনা পথের বাইরে- যিনি ঝুঁকি নিতে জানেন তিনি এগিয়ে যান। ঝুঁকি ছাড়া কখনও বড়লোক হওয়া যায় না। 

উপার্জনের কোনও সুনিশ্চিত লক্ষ্য নেই-উপার্জিত অর্থ দিয়ে কী করবেন, ভবিষ্যতে কত টাকা দরকার, এই যিনি জানেন তিনি বড়লোক হতে পারেন। নইলে লক্ষ্যভ্রষ্ট।  

ব্যয় করে সঞ্চয়- খরচ করে কোনও সঞ্চয় করবেন না। আগে সঞ্চয় ঠিক করতে হবে, সেই অনুযায়ী মাসের খরচ করতে হবে।

আত্মবিশ্বাস-কেউ যদি ভেবে ফেলে বড়লোক হতে পারবেন না, তাহলে সম্ভবই নয়। নিজের উপর আত্মবিশ্বাস রাখলেই বড়লোক হওয়া সম্ভব।