21 APRIL, 2025

BY- Aajtak Bangla

বাড়ির এদিকে রাখুন শিউলি গাছ, দূর হবে নানা সমস্যা

বহু শতাব্দী ধরে ঋষি-মুনিরা রোগের চিকিৎসার জন্য় গাছ-গাছালির ব্য়বহার করেছেন। আমাদের চারপাশে এমন অনেক গাছ পালা রয়েছে যা দিয়ে অনেক ওষুধ তৈরি হয়।

গাছের অনেক গুণ

এমনই একটি উদ্ভিদ হল হরসিঙ্গার বা শিউলি। শিউলিকে বলা হয় ঔষধি গুনের খনি। এর অনেক ধরনের ঔষধি গুণ রয়েছে।

শিউলির গুণ

হোমিওপ্যাথিক চিকিৎসকরা জানিয়েছেন, শিউলির ক্কাথ খেলে জ্বর,বাত, ডায়াবেটিস ইত্যাদি রকমের রোগ সারে।

সেরে যায় জ্বর

ডায়বেটিস থেকে থাকলেও এর ক্কাথ বানিয়ে খেতে পারেন। এতে অনেকটা আরাম পাবেন।

ডায়বেটিস

এই গাছের পাতা খেলেও চর্মরোগও সেরে যায়, এবং এই গাছের ফুল পিষে যে ক্কাথ তৈরি হয় তা ত্বকের সৌন্দর্য বাড়ায়।

চর্মরোগ

বাতের রোগ থাকলে এই গাছের পাতা সেদ্ধ করে খেতে পারেন এতে বাতের রোগ সারে।

শিউলি গাছের পাতা খেলে বিভিন্ন মানসিক রোগেও উপকার হয়। শুকনো কাশির ক্ষেত্রে এই গাছের পাতা সেদ্ধ করে পান করতে পারেন এতে শুকনো কাশি সারে।

বাস্তু দোষও দূর হয় ঘরে এই গাছ লাগালে। বাড়ির উওর বা পূর্ব দিকে লাগালে ফল পাবেন। বাড়ি থেকে নেতিবাচক শক্তিও দূর হয় এই গাছ লাগালে।

শিউলি ফুল মানসিক চাপ দূর করে এবং মানসিক শান্তি আনে।