BY- Aajtak Bangla

মিষ্টি দই এভাবে বানালে পুরো দোকানের মতো হবে, সেরা রেসিপি এটাই

11 APRIL, 2025

লাঞ্চ বা ডিনারের পর মিষ্টিমুখ না করলে ঠিক জমে না। তাই শেষ পাতে একটু মিষ্টি থাকেই।

মিষ্টি

শেষপাতে মিষ্টির মধ্যে বাঙালির অত্যন্ত প্রিয় দই। মিষ্টি দই থাকলে চেটেপুটে খান সকলে।

দই

ঘরে সহজেই দোকানের মতো মিষ্টি দই বানাতে পারেন। রেসিপি রইল...

মিষ্টি দই

উপকরণ: দুধ, গুঁড়ো দুধ, চিনি, টক দই।

উপকরণ

প্রথমে দুধ ফুটিয়ে ঘন করে নিন। এতে গুঁড়ো দুধ, চিনি মেশান।

পদ্ধতি

তারপরে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিন মিশ্রণটি।

মিশ্রণ

অন্য পাত্রে চিনি, জল দিয়ে ক্যারামেল তৈরি করে দুধের সঙ্গে মেশান।

ক্যারামেল

এবার এতে টক দই ফেটিয়ে মেশান। তারপরে মিশ্রণটি পাত্রে রাখুন।

টক দই

এবার মিশ্রণটি ৮ ঘণ্টা বা সারা রাত রেখে দিন। ব্যস, তৈরি হয়ে যাবে মিষ্টি দই।

তৈরি মিষ্টি দই