19June, 2024
BY- Aajtak Bangla
আজকাল কোন প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় বসে থাকতে হয়। সেই সময় থেকেই কিন্তু প্রার্থীদের ওপর নজরদারি শুরু করে কর্তৃপক্ষ।
আপনি যদি বায়োডাটা হাতে নিয়ে সোফায় গা এলিয়ে পড়ে থাকেন, তাহলে সর্বনাশ। আপনাকে অসচেতন এবং অবসাদগ্রস্ত মনে করবে প্রতিষ্ঠান। কাজেই আচরণে চটপটে থাকুন।
আপনি হয়তো রাতে ঘুমের ব্যাঘাতের কারণে সকালে অফিসে ঝিমুতে থাকেন। কিন্তু অফিস ঘুমনোর জায়গা নয়। বস দেখলেই বুঝে নেবেন, আপনি কাজের জন্য ফিট নন।
চাকরিতে যোগদানের আগে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করাটাই আপনার চ্যালেঞ্জ। যদি আলসেমির কারণে নিজের কাজ না করেন, তো বিপদটা আপনারই। ধনে গুঁড়ো
বরং দায়িত্ব শেষে আরো বাড়তি কাজ করার চেষ্টা করুন। এতে খুব দ্রুত উন্নতি ঘটবে আপনার।
আসলে অফিস এমন কর্মী চায়, যে কিনা দলবদ্ধ হয়ে কাজ করতে পারে। বিচ্ছিন্ন মানসিকতার কর্মীর প্রতি আগ্রহ হারায় কর্তৃপক্ষ। কাজেই সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন। নয়তো বেশি দূর এগোতে পারবেন না।
বিভিন্ন গবেষণায় বলা হয়, অফিস থেকে কর্মীদের ছোটখাটো জিনিস চুরি অত্যন্ত বাজে ঘটনা। অনেকে এটাকে চুরি বলে মনে করেন না। তাঁরা ভাবেন, না বলে ছোট একটা জিনিসই তো নিয়েছি। কিন্তু প্রতিষ্ঠানের কাছে এটা বড় ধরনের চুরি।
অফিসে দেরি করে আসলে সহকর্মীরা ভাববেন, আপনি তাদের সময়ের কোনো মূল্য দিচ্ছেন না। এতে আপনাকে অন্যের প্রতি অশ্রদ্ধাশীল এবং যত্নহীন মনে হবে। সুতরাং যেকোনো মূল্যে সবসময়ই সময় মতো অফিসে হাজির থাকুন।