BY- Aajtak Bangla
23 May 2024
মাথায় কালো চুল না থাকলে মুখ ফ্যাকাশে হয়ে যায়। চেহারায় বুড়োটে ছাপ পড়ে।
বুড়ো বয়সেও যাতে গ্ল্যামার থাকে, তার জন্য মাথায় ঘন কালো চুল থাকা দরকার।
বয়স বাড়লে অনেকেরই চুল স্বাভাবিক নিয়মে পেকে যায়। কারও আবার টাক পড়ে যায়।
চুলের যত্ন নিতে অনেকে বাজারের নানা প্রোডাক্ট ব্যবহার করেন। তবে তাতে খুব একটা লাভ হয় না।
তবে ঘরোয়া এই উপায়ে চুলের হাল ফিরবে রাতারাতি। জেনে নিন... . .
টক দই আমাদের চুলের জন্য খুবই উপকারী। মাথায় টক দই লাগালে চুলের জেল্লা বাড়ে। . .
টক দইয়ের পাশাপাশি আমন্ড তেলও চুলের জন্য খুব উপকারী।
টক দইয়ে কয়েক ফোঁটা আমন্ড তেল মেশান। তারপরে মিশ্রণটি ভাল করে চুলে লাগান। ।
সপ্তাহে ২-৩ দিন এই মিশ্রণটি মাথায় লাগালে চুল ভাল থাকবে। ।