BY- Aajtak Bangla
29 October 2024
চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই চুলের যত্ন নেওয়া খুব জরুরি।
অনেকেরই অল্প বয়সে চুল পড়ে যায়। আবার বয়স বাড়লে চুল পেকে যায়।
তাই অনেকেই চুলে কলপ ব্যবহার করেন। পার্লারে যান। তবে এর ফল দীর্ঘস্থায়ী হয় না।
বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী। .
চুলের জেল্লা যেমন ফিরে আসে, তেমনই চুল পড়া বন্ধ বন্ধ করে অ্যালোভেরা। নতুন চুল গজায় এবং পাকা চুল কালো হয়।
যেসব মহিলার কপাল চওড়া নিয়মিত অ্যালোভেরা শ্যাম্পু মাথায় মাখলে চুল উজ্জ্বল হয়। কীভাবে বানাবেন এই শ্যাম্পু? ।
অ্যালোভেরা গাছের পাতা কেটে জলে ভিজিয়ে রাখুন। তারপরে পাল্প বার করে ব্লেন্ড করে নিন। ।
এবার পাত্রে গরম জল নিয়ে তাতে অ্যালোভেরার নির্যাস মিশিয়ে ভিটামিন ই ক্যাপসুল, জোজোবা তেল মেশান।
মিশ্রণটি তারপরে ঠান্ডা করে শ্যাম্পুর বোতলে ভরে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে এই শ্যাম্পু।