BY- Aajtak Bangla
7 May 2024
বয়স হলে চুল পাকবে। এটা স্বাভাবিক। তবে সাদা বা গ্রে হেয়ার অনেকেই পছন্দ করেন না।
মাথায় সাদা চুল গজালে চেহারায় বয়সের ছাপ পড়ে। তাই চুল রং করতে উঠেপড়ে লাগেন সকলে।
বাজারে আজকাল কত রকমের কলপ, রং পাওয়া যায়। যার সাহায্য সাদা চুল কালো করা যায়।
তবে তার ফল দীর্ঘমেয়াদী হয় না। তাছাড়া কলপ বা বিভিন্ন প্রসাধনীতে নানা রাসায়নিক থাকে, যা চুলের ক্ষতি করে। . .
ঘরোয়া এই উপায়েই সাদা চুল কালো হবে। জেনে নিন...
২ চামচ আমলকি গুঁড়োর সঙ্গে ৩ টেবিল চামচ নারকেল তেল মেশান। তারপরে তা গরম করে নিতে হবে। ।
তারপরে ঠান্ডা করে ওই তেল ভাল করে মাথায় মাসাজ করে নিতে হবে।
এবার মাথায় মেখে ১ ঘণ্টা রেখে দিন । তারপরে শ্যাম্পু করুন।
সপ্তাহে অন্তত ২ বার এই তেল মাখলে কালো কুচকুচে চুল। সেইসঙ্গে চুলের গোড়া মজবুত হবে।
এই তেল মাখলে খুশকির সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।