BY- Aajtak Bangla
17 January 2025
প্রত্যেকের বাড়িতেই প্রায় তুলসী গাছ থাকে। হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে বিশ্বাস করা হয়।
ঘরে রাখা তুলসী গাছের নিয়ম করে যত্ন করতে হয়। শীতকালে অনেক সময়ই তুলসী গাছ শুকিয়ে যায়।
তবে এই ফলের খোসা দিলে তুলসী গাছ কখনওই শুকিয়ে যাবে না। বরং গাছের বৃদ্ধি ভাল হবে।
তুলসী গাছের বৃদ্ধির জন্য কলার খোসা খুব কার্যকরী।
এছাড়া তুলসী গাছের গোড়ায় দিন চা পাতা। এতেও উপকার পাবেন। . .
শুকিয়ে যাওয়া পাতা ও মঞ্জরি নিয়মিত কেটে ফেলতে হবে। এতে গাছ ভাল বাড়ে। . .
খেয়াল রাখবেন তুলসীর টবে যেন জল না জমে।
তুলসী গাছ এমন জায়গায় রাখুন, যেখানে রোদ থাকে।