BY- Aajtak Bangla
5 August 2024
পাকা চুল মাথায় থাকলেই চোখেমুখে বিরক্তি আসে অনেকের। বয়স হলে চুল পেকে যায়। আবার কারও অল্প বয়সেই পাকা চুল দেখা যায়।
পাকা চুল থাকলে চেহারায় বুড়োটে ছাপ পড়ে। ফলে যৌবন তার জেল্লা হারায়।
তাই পাকা চুল কালো করতে নানা ধরনের প্রসাধনী এবং কলপ করেন অনেকে। তবে তার ফল দীর্ঘমেয়াদী হয় না।
বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে প্রাকৃতিক উপাদান কারিপাতা দারুণ কাজ করবে। কারিপাতা আমাদের চুলের জন্য খুব উপকারী। ।
তবে শুধু কারিপাতা নয়, কারিপাতার তেল চুলে লাগালেই কালো ঘন চুল হবে। কীভাবে বানাবেন এই তেল? . .
একটি পাত্রে নারকেল তেল এবং কারিপাতা নিন। তারপরে হাল্কা আঁচে গরম করতে হবে। . .
তেলের রং গাঢ় হলে আঁচ বন্ধ করে দিতে হবে। তারপরে ছেঁকে নিয়ে গরম অবস্থায় চুলে লাগান তেল। . .
হাতের তালুতে কারিপাতার তেল নিয়ে মাথায় ভাল করে লাগাতে হবে। স্ক্যাল্পে মাসাজ করুন।
১ ঘণ্টা রেখে তারপরে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন এই তেল লাগালে উপকার পাবেন।