BY- Aajtak Bangla

ডিমের সঙ্গে মেশান এই তেল, বুড়ো বয়সেও থাকবে কালো ঘন চুল 

11  May  2024

চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। ঘন কালো ঝলমল চুল সকলেই চান।

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল বিবর্ণ হতে শুরু করে। কালো চুল সাদা হয়ে যায়।

আবার অনেকেই চুল পড়ার সমস্যায় ভোগেন। তাই চুলের যত্ন নিয়ে অনেকে বাজারের নানা শ্যাম্পু, তেল মাখেন। তবে তাতে খুব একটা লাভ হয় না।

তবে ঘরোয়া উপায়েই সহজে কুচকুচে কালো চুল থাকবে। কোনও রং করতে হবে না। জেনে নিন... . .

ডিম আমাদের চুলের জন্য খুব উপকারী। তাই প্রথমে ডিম নিন।

অলিভ অয়েল আমাদের চুলে পুষ্টি জোগায়। চুলের গোড়া মজবুত করে। 

ডিম ফেটিয়ে তার সঙ্গে অলিভ অয়েল মেশান। এবার এটি মাথায় ভাল করে মাসাজ করুন।

সপ্তাহে একবার এই মাসাজ করলে বুড়ো বয়সেও চুল থাকবে কালো। শুধু তাই নয়, নতুন চুল গজাবে।