BY- Aajtak Bangla

ঘিয়ে মেশান এই মশলা, আর ঝুলে যাবে না চামড়া, টানটান থাকবে সব

27 June  2024

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখের চামড়া ঝুলে যায়। চেহারায় বুড়োটে ছাপ পড়ে।

 চামড়া টানটান রাখতে অনেকেই নানা প্রসাধনী ব্যবহার করেন। কেউ নানা ক্রিম মাখেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না।

বিশেষজ্ঞদের মতে, আমাদের চারপাশে এমন কিছু জিনিস রয়েছ, যা ব্যবহার করলে ত্বক চকচক করবে।

সেরকমই একটি উপাদান হল ঘি। ত্বকের স্বাস্থ্যের জন্য ঘি খুবই উপকারী।  

বিশেষজ্ঞদের মতে, ঘি-তে রয়েছে ভিটামিন ই, এ, কে। মুখে ঘি লাগালে ত্বকের জেল্লা বাড়বে। .

মুখে ঘি লাগালে ত্বক নরম হয়। কোমল ভাব বজায় থাকে। . .

ঘি-তে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত ঘি মাখলে চামড়ায় বুড়োটে ভাব কেটে যায়। . .

 ঘি এবং হলুদ মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে নিলে ত্বকে দাগছোপ দূর হয়। চামড়া টানটান হবে।

মুখে নিয়মিত ঘি লাগালে ত্বক মসৃণ হবে।