BY- Aajtak Bangla
6 October 2024
বয়স হলে চুল পেকে যায়। সাদা চুল দেখা যায়। যার জেরে অনেকেই ভ্রু কুঁচকান।
মাথায় সাদা চুল দেখা দিলেই চেহারায় বয়সের ছাপ পড়ে। তাই সাদা চুল ঢাকতে তৎপর হয়ে ওঠেন সকলে।
কেউ চুলে কলপ লাগান। আবার কেউ চুলে বিভিন্ন রং করেন। তবে এটা আদৌ স্বাস্থ্যকর নয়।
প্রাকৃতিক উপায়েই বুড়ো বয়সেও মাথায় গজাবে কালো চুল। শুধু ব্যবহার করতে হবে এই ফুল। জেনে নিন... . .
বিশেষজ্ঞদের মতে, জবা ফুল আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। এতে চুল পড়া রোধ হয়। . .
জবা ফুল দিয়ে ঘরেই বানান তেল। তারপরে সেই তেল লাগালে চুল হবে কালো ঝলমলে। কীভাবে লাগাবেন? .
জবা ফুলের পাপড়ি বেটে নারকেল তেলের সঙ্গে মেশান। তারপরে ওই মিশ্রণ মাথায় ভাল করে মাখুন। ।
তাছাড়া আমন্ড অয়েলের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে লাগালেও উপকার পাবেন। এতেও চুলের জেল্লা বাড়বে।
সপ্তাহে ৩-৪ দিন এভাবে জবা ফুল বেটে মাথায় লাগালে টাক পড়ার ভয় থাকবে না।