BY- Aajtak Bangla
19 July 2024
ঘরে পিঁপড়ে থাকেই। সে যতই আপনি পরিষ্কার করুন না কেন।
বিশেষত, বর্ষায় বাড়ির দেওয়াল বা কোণে পিঁপড়ে দেখা যায়।
নিয়মিত ঘর মুছলেও পিঁপড়েকে তাড়ানো যায় না। ঠিক দেখা পাওয়া যায়।
পিঁপড়ে দূর করতে অনেকে নানা ধরনের স্প্রে ব্যবহার করেন। তবে তা খরচসাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায় না। . .
তবে ঘর মোছার জলে যদি এই বিশেষ তেল মেশান, তা হলে আর ঘরে পিঁপড়ে হবে না।
কেরোসিন তেল পিঁপড়ের যম। এই তেল একদমই সহ্য করতে পারে না পিঁপড়ে। ।
তাই ঘর মোছার জলে কয়েক ফোঁটা কেরোসিন তেল মিশিয়ে ঘর মুছুন। এতে পিঁপড়ে হব না আর।
শুধু পিঁপড়ে নয়, কেরোসিন মেশানো জলে ঘর মুছলে পোকামাকড়ের উপদ্রবও কমবে।