12 July,, 2024
BY- Aajtak Bangla
বর্ষা বা গরমে আর্দ্রতা এবং তীব্র সূর্যালোকের কারণে ত্বকে নানা সমস্যা হয়।
ফুসকুড়ি এবং ফোঁড়া শুধুমাত্র মুখে নয়,পুরো শরীরে দেখা দেয়। সংক্রমণও হয়।
রোজ নিম সাবান মাখলেই এসব থেকে দূরে থাকবেন। কীভাবে বাড়িতে তৈরি করবেন নিম সাবান
উপকরণ-অ্যালোভেরা জেল, হলুদ, নিম পাতা এবং গ্লিসারিন টিউব।
হলুদ এবং নিম পাতা পিষে নিন।
হলুদ ও নিমপাতার মিশ্রণের সঙ্গে মেশান অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা গাছের পাতা।
গ্লিসারিন টিউব নিয়ে ভালো করে গলিয়ে নিন। তা মিশ্রণে মিশিয়ে দিন।
এবার একটি বাটিতে মিশ্রণটি ঢেলে দিন।
এই বাটি রেখে দিন ডিপ ফ্রিজে।
এবার তৈরি নিম সাবান। রোজ গায়ে মাখুন।