BY- Aajtak Bangla
16 May 2024
বয়স বাড়লে স্বাভাবিক নিয়মেই চুল পেকে যায়। মাথায় ভিড় করে সাদা চুল।
আবার কারও টাকও পড়ে যায়। অনেকের আবার অল্প বয়সেই চুল পড়ে যায়।
চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তাই চুলের যত্ন নেওয়া প্রয়োজন। অনেকেই বাজারের নানা শ্যাম্পু, তেল মাখেন। তবে পুরোপুরি সমস্যা মেটে না।
ঘরে প্রাকৃতিক উপায়েই চুলের যত্ন নিতে পারেন। এতে বুড়ো হলেও মাথায় থাকবে কুচকুচে কালো চুল। জেনে নিন... . .
আয়ুর্বেদ শাস্ত্রে নিম আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলের বৃদ্ধিতে সাহায্য করে নিম। . .
নিমে রয়েছে উচ্চমাত্রায় ফ্যাটি অ্যাসিড। যা মাথার স্ক্যাল্পে লাগালে চুলের গোড়া শক্ত হয়।
১০-১২টা নিম পাতা নিয়ে বেটে নিন। তারপরে নিম পাতা বাটায় মেশান নারকেল তেল। ।
এবার নিমপাতা বাটা, নারকেল তেলের মিশ্রণ হাল্কা গরম করে স্ক্যাল্পে মাসাজ করুন।
সপ্তাহে ২-৩ দিন এভাবে মাথায় মাসাজ করলে ঘন কালো চুল থাকবে আজীবন।