BY- Aajtak Bangla
8 FEB 2025
শীত শেষে অনেকের মাথাতেই খুশকি হয়। আর মাথায় খুশকি হলে খুব ঝামেলায় পড়তে হয়।
dandruff
খুশকি দূর করতে অনেকে নানা ধরনের শ্যাম্পু ব্যবহার করে থাকেন। তবে তার ফল খুব একটা পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মধ্যে, শ্যাম্পুতে এই পাতা মেশালে রাতারাতি খুশকি দূর হবে।
খুশকি তাড়ানোর জন্য নিম পাতা খুবই কার্যকরী।
শ্যাম্পুর সঙ্গে নিমপাতা মিশিয়ে চুলে লাগালে খুশকি দূর হয়।
নিমপাতা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে কীভাবে চুলে লাগাবেন... ।
অল্প পরিমাণ নিম পাতা নিয়ে জলে ফোটান প্রথমে।
তারপরে ওই নিম পাতা ফোটানো জল শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে মাথায় মাখলেই খুশকি দূর হবে।
শ্যাম্পুতে নিমপাতা গুঁড়োও মেশাতে পারেন। তা হলেও উপকার পাবেন।