BY- Aajtak Bangla

সস্তার এই সবজি মেশান নারকেল তেলে, ঘন কালো কুচকুচে চুল গজাবে

6 May 2025

 চুল উঠে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। এমনকী, আজকাল অল্পবয়সীদের মাথাতেও চুল পড়ে যায়।

 চুলের যত্ন নিতে অনেক টাকা খরচ করেন কেউ কেউ। তবে কোনও কিছুতেই লাভ হয় না।

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই ভাল।

নারকেল তেলের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে মাখলে চুলের গোড়া মজবুত হবে। সেই সঙ্গে পাকা চুল কালো হবে।

নারকেল তেলের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে পেঁয়াজের তেল বানানো হয়। এই তেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের জেল্লা বাড়ায়।

কীভাবে বানাবেন পেঁয়াজের তেল? জেনে নিন বিশদে...

প্রথমে পেঁয়াজ পিষে রস বার করে দিন। কিছু পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে। তারপরে মিক্সারে পেঁয়াজ কুচি ও মেথি বীজ পিষে নিতে হবে।

সসপ্যানে নারকেল তেল গরম করে তার সঙ্গে পেঁয়াজের রস ও পেঁয়াজ-মেথির পেস্ট মিশিয়ে ২০ মিনিট ধরে ফোটান।

তারপরে তেল ঠান্ডা করে মাথায় মাখলেই চুল ঘন কালো হবে।